সঙ্গীত ও সাংস্কৃতিক শিক্ষার পথিকৃৎ গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যবাহী বাফার ৭০ বছর উদযাপন (১৯৫৫-২০২৫)
নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর মৃত্যুর পর, ১৯৫৪ সালের ২৮ মে কার্জন হলে প্রথম শোকসভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে। এই সভায় তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একটি একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। এ. কে. ফজলুল হক, মাওলানা ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পৃষ্ঠপোষকতা করা হয় এবং মাহমুদ নূরুল হুদাকে আহ্বায়ক করে ৬০ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে, প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ আওয়ালিউল্লাহর উদ্যোগে একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে ঢাকা সার্কিট হাউসে একটি নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা প্রস্তাবিত চারুকলা একাডেমি প্রতিষ্ঠায় তাদের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরের বছর, ১ জানুয়ারী ১৯৫৫ তারিখে, বুলবুলের ৩৬তম জন্মবার্ষিকীতে, ঢাকা জেলা বোর্ডের সভায় একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে একটি প্রসপেক্টাস এবং সিলেবাস লেখা হয়। ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বুলবুল স্মৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে, বেগম লিয়াকত আলী খানকে সভাপতি, বিচারপতি এম. ইব্রাহিমকে নির্বাহী সভাপতি এবং মাহমুদ নূরুল হুদাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৭ মে ১৯৫৫ তারিখে, বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে, বিচারপতি এম. ইব্রাহিম ওয়াইজঘাটের ৭ নম্বরে বুলবুল একাডেমি উদ্বোধন করেন।